চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নস্থ মোহাম্মদপুর যুব একতা সংঘের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় বড় বেতুয়া ইয়াং স্টার ক্লাবকে ১ গোলে হারিয়ে জয় লাভ করে হারুয়ালছড়ি ইলাহী নুর ফুটবাল একাদশ।
শুক্রবার (২৫ আগস্ট) বিকালে মোহাম্মদপুর যু্ব একতা সংঘের মাঠ প্রাঙ্গনে সংগঠনের সাবেক সভাপতি মো. আবু তালেবের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন দাঁতমারা ইউপি চেয়ারম্যান মো. জানে আলম।
খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মিয়াজী জাকির হোসেন চিশতি। এতে বিশেষ অতিথি ছিলেন, দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোছাইন, সাংবাদিক আবু মুছা জীবন, মহিলা মেম্বার হাসিনা বেগম প্রমুখ।
মামুনুর রশিদ নূরী ও মোহাম্মদ শাওনের যৌত্র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- মো. আব্দুস সত্তার, মো. শেখ আহম্মদ, মো. আব্দুল করিম, মো. কুনু মিয়া, মো. আব্দুল মন্নান মাস্টার, মো. ইউনুস, মো. আব্দুল মন্নান প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর যুব একতা সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, মামুনুর রশিদ মো. মারুফ মো. তানভীর, মো. মাসুম, এনাম, মো. মাসুম, এমদাদ, তুরাগ, ইউসুফ, আরিফ,ইকবাল, সৌরভ, ফারুক, ফয়সাল, শাকিব, সাজ্জাদ, রাকিব, রোমান, তাসির, রায়হান, রাকিব, রাফি, মিনহাজ, শরিফ, জাবেদ, মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।