চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাট—ধামারখিল সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।
সোমবার (৫ জুন) বিকালে ফটিকছড়ির সংসদ সদস্য সড়কটির পাকাকরণ কাজের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রাহমান সানি। প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ঠিকাদারী কাজের দায়িত্ব পেয়েছেন মেসার্স সুকণ্যা এন্টারপ্রাইজ।
নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুননাহার মুক্তা, উপজেলা প্রকৌশলী তম্ময় নাথ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী আব্দুস ছালাম, যুবলীগ নেতা খোরশেদুল আলম মামুন, অলি আহমদ মাস্টার, নারায়ণহাট বাজার কমিটির সভাপতি মো. আলাউদ্দিন, ইউপি সদস্য মো, আলতাফ, জহির উদ্দিন আজম, মুছা মেম্বার,আব্দুল হালিম, যুবলীগ নেতা জিকু, ঠিকাদারী প্রতিষ্ঠানের মিজানুর রহমান, জিয়া উদ্দিন, সালাহ উদ্দিন, তপন কান্তি প্রমুখ।
মন্তব্য নেওয়া বন্ধ।