চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকালে বখতপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ২শ পরিবারের মাঝে ১০ কেজি করে এসব চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ফারুক-উল আজম।
এ সময় উপস্থিত ছিলেন, বখতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাইফুদ্দীন, ইউপি সদস্য মোহাম্মদ মুহিবুল্লাহ, জাহেদুল হক, মোবারক আলী, কামাল হোসেন প্রমুখ।
এর আগে, গতকাল (মঙ্গলবার) সকালে টানা বর্ষণের কারণে পানিবন্দি হয়ে পড়া বখতপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষদেরকে দেখতে আসেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি। এ সময় তিনি বন্যাদুর্গত মানুষদের সার্বিক খোঁজ-খবর নেন।
প্রসঙ্গত, গত চারদিনের টানা ভারী বর্ষণে বখতপুর ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডসহ ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নের নিন্মাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়ে হাজারো মানুষ। এসব এলাকার শত শত একর রোপা আমন বীজতলা ও বর্ষাকালীন বিভিন্ন শাকসবজি পানির নিচে তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি মুখে পড়েছে কৃষকরা।
মন্তব্য নেওয়া বন্ধ।