ফটিকছড়িতে স্বনামধন্য মিষ্টান্ন ও বেকারি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ফুড ওয়েল’ এর দ্বিতীয় শো-রুম উদ্বোধন হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর বিবিরহাট বাসস্টেশন কলেজ মার্কেটে শো-রুমটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোজাম্মেল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতের সাবেক আমীর মাষ্টার নাজিমুদ্দিন সিকদার, থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ ইলিয়াছ, সুজাউদ্দিন চৌধুরী, রেজাউল করিম প্রমুখ।
ফুড ওয়েলের সত্ত্বাধিকারী মুহাম্মদ জাকির হোসেন বলেন, উন্নতমানের মিষ্টি ও বেকারি পণ্যের প্রতি ফটিকছড়িবাসীর একটা আকাঙ্ক্ষা রয়েছে। ক্রেতাদের চাহিদা মূল্যায়ণ করে বৃহত্তর ফটিকছড়িবাসীর দৌরগোড়ায় আমরা নিয়ে এসেছি সাশ্রয়ীমূলে মানসম্মত মিষ্টান্ন ও বেকারি পণ্য। আমি আশাকরি ফটিকছড়িবাসীর স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন খাবারের জন্য এই ফুড ওয়েল শো-রুমে আসবেন। তিনি আরো জানান, নিত্য নতুন খাবার তৈরি ও খাবারের গুনগত মান ধরে রাখতে গ্রাহকের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, বিবিরহাট হাতিরপুলের পাশে ফুড ওয়েল-এর আরও একটি শাখা রয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।