ফটিকছড়ির রসুলপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হলেন অলি উল্যাহ-আনোয়ার

চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত রসুলপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হয়েছেন অলি উল্যাহ ও মো. আনোয়ার হোসেন।

গত ১৫ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেকের কাছে দুই লক্ষ করে মোট চার লক্ষ টাকার চেক হস্তান্তর করেন এ দুই তরুণ।

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়টি দূর্গম অবহেলিত এলাকায় অবস্থিত, তাদের দান বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে লাগবে। বিদ্যালয় পরিচালনা পরিষদ খুব শীঘ্রই দুই জনকে সংবর্ধনা দিবে।

স্কুলের দাতা সদস্য মো. অলি উল্যাহ চৌধুরী বলেন- ‘আমার বাবা এ প্রতিষ্ঠানের জমি দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য। বিদ্যালয়টি দীর্ঘদিন নানাবিধ সমস্যায় জর্জরিত। দূর্গম এবং অনুন্নত এলাকা হওয়ায় এখানকার বেশীরভাগ অভিভাবক গরীব। অনুন্নত এলাকা বিবেচনা করে আমার এই অনুদান। আমি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ সমষ্টিগত উন্নয়নে কাজ করতে চাই।’

উল্লেখ্য, ১৯৯৫ সালে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় কয়েকজন গুণীজনের হাত ধরে প্রতিষ্টিত হয় রসুলপুর উচ্চ বিদ্যালয়। প্রতিষ্টালগ্ন থেকে বিদ্যালয়টি এলাকার শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।