দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ ও শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১ মে) বুধবার দুপুর ১২টায় উপজেলা বিবিরহাট বীর মুক্তিযোদ্ধা চত্বর (বাস স্টেশন) বিশুদ্ধ পানি বিতরণের পূর্বে শ্রমিকের অধিকার সম্পর্কে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাসিক ফটিকছড়ি সংবাদ এর সম্পাদক আহমদ আলী চৌধুরী। সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সোলাইমান আকাশ, সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ রাহা, সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল হোসেন মঞ্জু।
এতে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক শহিদুল আলম, এস এম আক্কাছ উদ্দিন, মো. এনামুল হক, মো. সেলিম, শওকত হোসেন করিম, মো. জিপন উদ্দিন, মো. সালাউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, মো. সাইফুল ইসলাম, মো. নুরুল আবছার নূরী, শিক্ষক নেতা মো. আলমগীর, মোহাম্মদ তানভীর চৌধুরী প্রমুখ।
সভা শেষে উপজেলা সদর বিবিরহাট বাসস্টেশনে তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।