ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি সরবরাহ প্লান্ট উদ্বোধন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি সরবরাহ প্লান্ট উদ্বোধন করা হয়েছে। সৌদি আরবের রিয়াদস্থ চট্টগ্রাম সমিতির আর্থিক সহযোগিতায় এ পানির প্লান্ট স্থাপন করা হয়।

রবিবার (২ জুলাই) বিকালে প্লান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি।

এ সময় উপস্থিত ছিলেন, নাজিরহাট পৌরসভার মেয়র একে জাহেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা বখতিয়ার সাঈদ ইরান, সুন্দরপুর ইউপি চেয়াররম্যান মো. শাহনেওয়াজ, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কাসেম, নাজিরহাট পৌর আওয়ামী লীগ সভাপতি হোসেন শহীদ জাফর আলম, সাধারণ সম্পাদক হারেছ মিয়া, প্যানেল মেয়র মো. আলী, কাউন্সিলর মো. সোলেমান, ডা. জয়নাল মুহুরী, ডা. খান মুহাম্মদ আব্দুল্লাহ, রিয়াদস্থ চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক সিকদার, জাকিরুল আজম মুরাদ, সাবেক ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন, সাহেদুল আলম সাহেদ, মাইনুল করিম সাউকি, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।