ফটিকছড়ি ফোরাম আইআইইউসির নবীন বরণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) অধ্যয়নরত বৃহত্তর ফটিকছড়ির শিক্ষার্থীদের সংগঠন ‘ফটিকছড়ি ফোরাম আইআইইউসি’র আয়োজনে ইফতার মাহফিল, নবীন বরণ ও ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) নগরীর মুরাদপুরের হোটেল জামানে এ আয়োজন সম্পন্ন হয়। ফোরামের কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এ আয়োজনের উদ্যোগ নেয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি দাউদ রহমান, সঞ্চালনা করেন পাবলিক রিলেশন সেক্রেটারি শরীফ মাহমুদ এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক তালিব হোসেন রোমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ সালাহ উদ্দীন, সিনিয়র সহকারী রেজিস্ট্রার সরওয়ার আজম ফারুকী, অ্যাকাউন্টস ও ফাইন্যান্স বিভাগের সহকারী পরিচালক মো. ইয়াসিন আবু হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ফোরামের সাবেক নেতারা।

অনুষ্ঠানে নবীনদের ফুল ও ব্যাজ পরিয়ে বরণ করা হয়। পাশাপাশি ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সভাপতি দাউদ রহমানের সমাপনী বক্তব্য ও ডেপুটি ডিবেট সেক্রেটারি হাফেজ রাহাত উদ্দীন আরমানের দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজন শেষ হয়। ফোরামের নেতারা জানান, মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।