ফটিকছড়িতে বেশি দামে পণ্য বিক্রি, অর্ধলাখ টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে মুদির দোকানে অতিরিক্ত মূল্য সংযোজন করে পণ্য বিক্রির অপরাদে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই দোকান থেকে ৪০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ জুন) রাত ৯ টার দিকে উপজেলার জাফতনগরের জাহানপুর বড়ুয়া স্টোরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাব্বির রাহমান সানি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাফন নগর জাহানপুরে বড়ুয়া স্টোরে বিভিন্ন কোম্পানির পণ্যের নির্ধারিত মূল্য চেয়ে বেশি মূল্যে বিক্রি ও বিভিন্ন প্রকারের পণ্যের গায়ে প্রকৃত মূল্যের চেয়ে দোকানদার ফ্লুইড ও কলমের কালি ব্যবহার করে অতিরিক্ত মূল্য সংযোজন করে পণ্য বিক্রি করায় দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিনামা করা হয়। এ সময় আনুমানিক ৪০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে জাফতনগর ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়াসহ পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।