ফটিকছড়ির ভূজপুরে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভোট হবে ইভিএমে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ৪ নং ভূজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন।

বুধবার (১৮ মে) চট্টগ্রাম খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ।

তিনি আরো বলেন, মঙ্গলবার (১৭ মে) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর‌্যন্ত এ ইউনিয়নে চেয়ারম্যান পদ ছাড়াও সাধারণ সদস্য পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. ইব্রাহিম তালুকদার (সরকার দলীয়), এসএমএইচ শাহজাহান চৌধুরী (স্বতন্ত্র), মোহাম্মদ নাছির উদ্দিন (স্বতন্ত্র), তাপস চন্দ (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল হামিদ (স্বতন্ত্র), মোহাম্মদ বেলাল উদ্দিন (স্বতন্ত্র)।

নির্বাচনের রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ বলেন, মনোনয়ন দাখিলের শেষ দিনে সকল প্রার্থীরা সুষ্ঠুভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রথমবারের মতো ভূজপুর ইউপিতে ইভিএমে সকল কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করছেন নতুন নিযুক্ত এ নির্বাচন কর্মকর্তা।

আগামী ১৯ মে মনোনয়ন পত্র বাছাই, ২৬ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ভোট গ্রহণ হবে ১৫ জুন। ফটিকছড়ি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ভূজপুর ইউনিয়নে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।