ফসলি জমিতে পুকুর খনন—৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করার দায়ে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জমিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পুকুর খননের সময় আলী আকবর (৩০) নামের ব্যক্তিকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, রবিবার দুপুরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ফসলি জমিতে পুকুর খনন করেছিলেন জুলধা ইউনিয়নের আলী আকবর (৩০)। স্থানীয়দের অভিযোগে সেখানে অভিযান চালিয়ে তাকে প্রথমে আটক করা হয়। পরে তাকে ৩ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

তিনি আরও বলেন, ফসলি জমিতে কোথাও কোনো পুকুর খনন করতে দেওয়া হবে না। যেখানে পুকুর খনন করা হবে, সেখানেই অভিযান চালানো হবে। আর কেউ অবৈধভাবে পুকুর খনন করলে তাদের সর্বোচ্চ জেল ও জরিমানা করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।