ফার্মেসিতে ওষুধের বাড়তি দাম-মেয়াদহীন, জরিমানা আড়াই লাখ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে ২ ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, ড্রাগ সুপার কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিত এ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ; মূল্য কেটে বর্ধিত মূল্য উল্লেখ এবং আমদানিকারকের তথ্যবিহীন সার্জিক্যাল পণ্য বিক্রির প্রমাণ মিলেছে। তাই ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী, ড্রাগ সুপার কার্যালয়ের ড্রাগ সুপারিন্টেডেন্ট ফজলুল হক এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

মন্তব্য নেওয়া বন্ধ।