কক্সবাজারে ফিশিং বোটে (মাছ শিকারের নৌকা) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার ৬ নম্বর ফিসারিঘাট এলাকায় নোঙর করা নৌকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধদের সকালে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ১০ জনকে চট্টগ্রাম রেফার করেন চিকিৎসকরা।
দগ্ধ জেলেরা হলেন—মো: শাহিন, শফিকুল আলম, দীল মোহাম্মদ, মো: রফিক, মো: ওসমান, রহিম উদ্দিন, রহিমুল্লাহ, মনির, মো: আরমান, আলী আকবর, দুলাল মাঝি।
দগ্ধদের মধ্যে দুলাল মাঝি ও আলী আকবরকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, গ্যাস সিলিন্ডারে দগ্ধ ১২ জেলে আমাদের হসপিটালে চিকিৎসা নিতে এসেছিলেন। ১০ জনের শরীর ৭০ শতাংশের বেশি পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা চট্টগ্রামে রেফার করেছি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, কক্সবাজার থেকে দগ্ধ ৮ জন চমেক হাসপাতালে এসেছেন। তাদের বার্ন ইউনিটে ভর্তি দেয়া হয়েছে।
দগ্ধ জেলেরা গণমাধ্যমকে জানান, সকালে রান্না করারা সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর চোখের সামনে সবার শরীর পুড়ে যায়। এসময় নৌকার বিভিন্ন অংশ ভেঙে যায়। এফবি লাকি নামের নৌকাটি গভীর সমুদ্র থেকে মাছ ধরে বৃহস্পতিবার কূলে ফিরে আসে।
মন্তব্য নেওয়া বন্ধ।