চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত বুধবার রাত দেড়টার দিকে করেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার এলাকায় স্থানীয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিপক্ষের পক্ষ থেকে প্রায় ৮-১০টি রকেট লঞ্চার নিক্ষেপ করা হয়। এর মধ্যে, দুটি রকেট লঞ্চার একটি গ্রামীণ বাড়ির চালে পড়ে আগুন লাগিয়ে দেয়, তবে এলাকাবাসী তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনকারীরা কৃষি জমি কেটে নিয়ে যাচ্ছে। যা ফসলি জমি এবং স্থানীয় পরিবেশের জন্য ক্ষতিকর। ঘটনাস্থলে পৌঁছানোর পর গ্রামবাসী তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি বাল্কহেডে আগুন ধরিয়ে সেটি নদীতে ডুবিয়ে দেয়। আরও একটি বাল্কহেড এবং দুটি বোট আটক করা হয়।
স্থানীয়দের দাবি, নদী থেকে বালু উত্তোলনকারীরা অনেক আগে থেকেই সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে এ কাজ করছে। তাদের মধ্যে প্রভাবশালীরা স্থানীয় রাজনৈতিক দলের সদস্য হতে পারে, যারা তাদের ক্ষমতার জোরে কৃষকদের জমি কেটে নিয়ে বালু উত্তোলন করছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা জানিয়েছেন, প্রতিবাদ করলে তাদের ওপর হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। একই সময়, স্থানীয়দের বাড়ি এবং মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, আমি থানায় নতুন যোগদান করেছি। বিষয়টি নিয়ে আমরা জানা নেই এবং কেউ অভিযোগও করেনি। এরপরও এলাকায় টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।