ফেনী-মিরসরাইয়ের বন্যার্তদের পাশে পার্কভিউ হসপিটাল চট্টগ্রাম

ফেনী এবং মিরসরাইতে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য প্রাইভেট হাসপাতাল পার্কভিউ হসপিটাল লিমিটেড।

সোমবার (২৬ আগস্ট) দিনব্যাপী ফেনীর ফুলগাজী, কুহুয়া, মিরসরাই এবং বিভিন্ন গ্রামে ১২শ মানুষকে শুকনো খাবার ও কাপড় বিতরণ করা হয়।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, বন্যায় চরম সংকটের মধ্যে দিনযাপন করছেন সাধারণ মানুষ এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরতরা। আমরা চেয়েছি বন্যার্তদের সহায়তায় তাদের পাশে দাঁড়াতে।

বন্যার সময় ত্রাণ সহায়তার পাশাপাশি বন্যার পানি চলে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য পার্কভিউ কাজ করবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ভারী বৃষ্টি এবং উজানের পানিতে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে খাবার, পানি এবং সুরক্ষা সামগ্রীর অভাব দেখা দিয়েছে বিভিন্ন জেলায়। আর বন্যার্তদের সহায়তায় একযোগে সরকারের সাথে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক এবং ব্যাবসায় প্রতিষ্ঠান। এদিকে গত কয়েকদিন বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতিও।

মন্তব্য নেওয়া বন্ধ।