প্রাকৃতিক অপার সৌন্দর্যের বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এ বিশ্ববিদ্যালয়ের অন্যসব বিভাগ থেকে কিছুটা ব্যাতিক্রম মার্কেটিং বিভাগ। পড়াশোনার পাশাপাশি প্রায় প্রতি বছর নানা রকম উৎসবে মেতে ওঠেন এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বছরজুড়ে এই বিভাগের করিডোরে থাকে লাল-নীল-সবুজের সাজ। খেলাধুলা, সভা-সেমিনার এবং বর্ণীল নবীন বরণের পর এবার বিভাগটির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে বিভাগটির দ্বিতীয় পুনর্মিলনী ও ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এতে বিভাগটির সাবেক বর্তমান মিলে কয়কশ শিক্ষার্থীর মিলনমেলা হতে যাচ্ছে। আর এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে চলছে জোর প্রস্তুতি।
জানা গেছে, অন্যসব বিভাগ থেকে একটু বেশিই উৎসবমুখর থাকে চবির মার্কেটিং বিভাগ। আর এসব উৎসব পরিণত হয় আনন্দ বন্যায়। শুধু যে শিক্ষার্থীরা আনন্দ করেন তা কিন্তু নয়। শিক্ষকরাও সুযোগ পেলে মেতে উঠেন নাচ, গান, কিংবা আবৃত্তিতে। পড়াশোনায় বিভাগটি যেমন সমৃদ্ধ তেমনি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এমন আগ্রহের জন্য বিভাগটির সুনাম পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে। এবার আবারও উৎসবে মাতিয়ে তুলতে প্রস্তুত হচ্ছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর উদ্বোধনী অনুষ্ঠান, ‘মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’— শীর্ষক একটি এলামনাই টক, স্মৃতিচারণ পর্ব এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী।
চবির মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা বলেন, আগামী শুক্রবারের অনুষ্ঠান সফল করতে ইতিমধ্যে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসব কাজ করছে। আশাকরি সুন্দর ভাবে দিনটি শেষ করতে পারবো।
পূনর্মিলনী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, এ আয়োজনে অংশ নিতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এছাড়া বর্তমান শিক্ষার্থীরাও বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বর্ণাঢ্য এ আয়োজনে অংশগ্রহন করতে আগ্রহী।
প্রসঙ্গত, ১৯৯২ সালে ৭ জন শিক্ষক ও ৯৬ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মার্কেটিং বিভাগ। প্রতিষ্ঠালগ্নে বিভাগের সভাপতি ছিলেন সাবেক উপাচার্য প্রফেসর এ.জে.এম নূরুদ্দিন চৌধুরী। কালের পরিক্রমায় পথচলার ৩১ বছরে পদার্পণ করেছে মার্কেটিং বিভাগ।
মন্তব্য নেওয়া বন্ধ।