সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেইক আইডি খুলে এক নারীর নামে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় পোস্ট দিয়ে হয়রানি ও মানহানির অভিযোগে তানভীরুল ইসলাম তানিম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বায়েজিদের আমিন জুট মিলস এলাকার আবুল কালামের ছেলে।
সোমবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম খবরকে বিষয়টি নিশ্চিত করেন সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন। তিনি বলেন, অভিযুক্ত তানিমকে সিএমপির বায়েজিদ বোস্তামী থানাধীন মুরাদনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এই অপকর্মে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও বলেন, তানিম ভুক্তভোগীর নারীর নাম ও ঠিকানা ব্যবহার করে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি খুলে। উক্ত আইডি ও DADA gaming officials নামীয় ফেসবুক গ্রুপে ভিকটিমের মোবাইল নম্বর উল্লেখ করে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় পোষ্ট করে ভিকটিম ও তার পরিবারের সম্মানহানিসহ ভিকটিমের মায়ের মোবাইল ফোনে বিভিন্ন সময়ে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে অশালীন কথা বলে উত্যক্ত করতো।
ভুক্তভোগী নারী বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়রী করেন। পাশাপাশি এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম বিভাগ, সাইবার ইউনিট, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বরাবর একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অত্র বিভাগের সাইবার ক্রাইম ইউনিট পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অত্র ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এডিসি আফিস আরও জানান, গ্রেপ্তারকৃত মোহাম্মদ তানভীরুল ইসলাম তানিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম ও অভিযুক্ত পরস্পর আত্নীয়। তাদের মধ্যে পূর্বের কিছু পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিল যার ধারাবাহিকতায় অভিযুক্ত, ভুক্তভোগীর মেয়ের নাম ও ঠিকানা ব্যবহার করে ফেইক ফেসবুক আইডি খুলে ভুক্তভোগীর মোবাইল নম্বর উল্লেখ পূর্বক কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় পোস্ট দেয় যার কারণে ভুক্তভোগী ও তার পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়।
তার কাছ থেকে জব্দকৃত ডিভাইস প্রাথমিকভাবে পরীক্ষা করে বাদীর অভিযোগের প্রাথমিক সত্যতাসহ ঘটনা সংশ্লিষ্ট আলামত পাওয়া গেছে।
তাকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
মন্তব্য নেওয়া বন্ধ।