ফোনালাপ ফাঁস কেলেঙ্কারিতে চবির নিয়োগ বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেনের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক নিয়োগের সুপারিশ বাতিল করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) শহরস্থ বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে অনুষ্ঠিত ৫৩৭ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, যে নিয়োগ নিয়ে এ বিতর্ক সৃষ্টি হয়েছে, সে নিয়োগ বোর্ডের সুপারিশ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে বিস্তারিত আলোচনা করা হয়েছে। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সততার স্বার্থে সে নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে।

অর্থাৎ ইতোমধ্যে অনুষ্ঠিত এ নিয়োগ বোর্ডের সুপারিশ আজকে সিন্ডিকেট সভা রেফার্ড-ব্যাক করার মধ্য দিয়ে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে, যোগ করেন অধ্যাপক মনিরুল হাসান।

মন্তব্য নেওয়া বন্ধ।