বখাটেদের হাত থেকে বোনকে বাঁচাতে হামলার শিকার ভাই-বোন

কক্সবাজারে বখাটেদের হাত থেকে বোনকে রক্ষা করতে এসে মারধরের শিকার হয়েছেন দুই ভাই-বোন।

রোববার (১২ জুন) সকালে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীরা।

এর আগে ভোররাতে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল কুলিয়াপাড়া থেকে হামলাকারীদের আটক করা হয় বলে জানায় পুলিশ। আটককৃতরা হলেন ওই এলাকার আরমান (৩০) ও রায়হান (২৮)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস জানান, খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের বেড়িবাঁধে গত ৩১ মে বিকালে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক মারধর করে তিন বখাটে যুবক। পরে শনিবার এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তাদেরকে গ্রেফতার করা হয়।

মারধরের শিকার আব্দুল মোনাফ জানান, আমরা আশ্রয়ণ প্রকল্পে পাওয়া ফ্ল্যাটে থাকি। ওই দিন আমার বোন মামার বাড়ি যাচ্ছিল। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল-রায়হানরা আমার বোনকে নোংরা ভাষায় কথা বলছিল। এক পর্যায়ে বোন ফিরে আসতে চাইলে তারা বার বার পথ আটকাচ্ছিল।

প্রকল্প থেকে এসব দেখে দৌড়ে এসে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা আমার বোনকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি এবং তাকে কেন মারছে জানতে চাইলে তারা আমাকেও মারধর শুরু করে বলে জানান আব্দুল মোনাফ।

মন্তব্য নেওয়া বন্ধ।