বঙ্গবন্ধুর চর্চা হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে: মুনতাসীর মামুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেছেন, “আজকে সর্বত্র বঙ্গবন্ধুর চর্চা হচ্ছে। এটা দেখে যেমন ভালো লাগে আবার আফসোসও লাগে। কারণ বর্তমানে বঙ্গবন্ধুর চর্চা হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে, ভালোবাসা থেকে নয়। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে চবির একটি অনুষদও বঙ্গবন্ধু কে নিয়ে অনুষ্ঠান করতো না। ক্ষমতায় আসার আগে কখনো করেনি।”

বুধবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ মিলনায়তনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনারে স্মারক বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজনিন নাহার ইসলাম।

এসময় মুনতাসীর মামুন আরো বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক নেতা এসেছিলেন তার মধ্যে বঙ্গবন্ধু হলেন এমন একজন যিনি তার আদর্শ থেকে কখনোই বিচ্যুত হননি। তিনি চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা। তিনি বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। বাঙালি জাতিকে সংগঠিত করা যে কী কঠিন কাজ ছিল কিন্তু বঙ্গবন্ধু তা করে দেখিয়েছিলেন। বাংলাদেশকে স্বাধীন করতে অনেকে চেয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু তা করতে পেরেছিলেন। নির্দিষ্ট একটি লক্ষ্যে স্থির থাকা যা সাধারণ রাজনৈতিকরা পারে না কিন্তু বঙ্গবন্ধু তা পেরেছিলেন বলেন তিনি।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম, স্মারক বক্তৃতা আয়োজন খুবই প্রাসংগিক। বঙ্গবন্ধুকে নিয়ে যত বেশি সেমিনার, সিম্পোাজিয়াম ও কর্মশালা অনুষ্ঠিত হবে, প্রজন্মের সন্তানেরা তত বেশি জানতে পারবে।

উপাচার্য আরো বলেন, বঙ্গবন্ধু মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে এবং দেশের মানুষকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে রাখতে আজীবন লড়াই-সংগ্রাম করে গেছেন। স্বাধীনতার পর অল্প সময়ের মধ্যে তিনি দেশের স্বার্থ অক্ষুন্ন রেখে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে সুসম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছিলেন। বিশ্ব নেতৃবৃন্দের কাছ থেকে পেয়েছিলেন অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা। তাইতো বিশ্বের প্রথম সারির নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম বিশ্ব নেতা।

অনুষ্ঠানে এ.কে.এম আব্দুল্লাহ সিদ্দীকী সাকিল ও সুস্মিতা বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সজীব কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সানসাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, চবি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ চলচিত্রের তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী।

অনুষ্ঠানে ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ এনিমেশন চলচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।