বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর—চবির প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতিবাদ

চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকায় বিএনপির তারুণ্যের সমাবেশে আসার পথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত ট্যাম্পার্ড, গ্লাস, ম্যুরাল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল।

বৃহস্পতিবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, সমন্বয়ক (দপ্তর) প্রফেসর ড. কাজী এস. এম. খসরুল আলম কুদ্দুসী ও সমন্বয়ক (অর্থ) প্রফেসর ড. মো. আলী আজগর চৌধুরী। বিজ্ঞপ্তিতে তারা ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের সমাবেশে যাওয়ার সময় তাদের উগ্র কর্মীদের এ ধরনের হামলা চরম ধৃষ্টতা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি অসম্মান প্রদর্শন, যা পুরো জাতিকে হতভম্ব ও ব্যথিত করেছে। এ ধরনের হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। জাতির পিতার ম্যুরাল ভাংচুর কেবল স্বাধীনতা ও বাংলাদেশ বিরোধীরাই করতে পারে। এ ধরনের হামলার মধ্য দিয়ে প্রকারান্তরে বিএনপির শীর্ষ নেতৃত্বের বিকৃত মনোবাসনাই প্রতিফলিত হয়েছে।

বিজ্হপ্তিতেত আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক ও সফল নেতৃত্বে যখন দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদার আসনে সমাসীন এবং একটি গণতান্ত্রিক ও অবাধ নির্বাচনের দিকে এগুচ্ছে ঠিক সে সময়ে বিএনপি-যুবদলের বর্বরতম আচরণ গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্থ করার সামিল।

বিজ্ঞপ্তিতে এ ধরনের তৎপরতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে দেশের উন্নয়নের অভিযাত্রাকে অব্যাহত রাখার নিমিত্তে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও ঘৃণ্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য শিক্ষক নেতৃবৃন্দ সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনটি।

মন্তব্য নেওয়া বন্ধ।