চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকায় বিএনপির তারুণ্যের সমাবেশে আসার পথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত ট্যাম্পার্ড, গ্লাস, ম্যুরাল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল।
বৃহস্পতিবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, সমন্বয়ক (দপ্তর) প্রফেসর ড. কাজী এস. এম. খসরুল আলম কুদ্দুসী ও সমন্বয়ক (অর্থ) প্রফেসর ড. মো. আলী আজগর চৌধুরী। বিজ্ঞপ্তিতে তারা ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের সমাবেশে যাওয়ার সময় তাদের উগ্র কর্মীদের এ ধরনের হামলা চরম ধৃষ্টতা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি অসম্মান প্রদর্শন, যা পুরো জাতিকে হতভম্ব ও ব্যথিত করেছে। এ ধরনের হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। জাতির পিতার ম্যুরাল ভাংচুর কেবল স্বাধীনতা ও বাংলাদেশ বিরোধীরাই করতে পারে। এ ধরনের হামলার মধ্য দিয়ে প্রকারান্তরে বিএনপির শীর্ষ নেতৃত্বের বিকৃত মনোবাসনাই প্রতিফলিত হয়েছে।
বিজ্হপ্তিতেত আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক ও সফল নেতৃত্বে যখন দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদার আসনে সমাসীন এবং একটি গণতান্ত্রিক ও অবাধ নির্বাচনের দিকে এগুচ্ছে ঠিক সে সময়ে বিএনপি-যুবদলের বর্বরতম আচরণ গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্থ করার সামিল।
বিজ্ঞপ্তিতে এ ধরনের তৎপরতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে দেশের উন্নয়নের অভিযাত্রাকে অব্যাহত রাখার নিমিত্তে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও ঘৃণ্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য শিক্ষক নেতৃবৃন্দ সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনটি।
মন্তব্য নেওয়া বন্ধ।