বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এ এফ রহমান হলের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
১৯ আগস্ট (শনিবার) সকাল ১১ টায় হল মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চবি এ এফ রহমান হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) এস এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এছাড়াও মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন।
উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘১৫ আগস্ট বাঙালি জাতির জন্য এক বেদনাবিধুর দিন। এদিন হায়নার দল জাতির পিতাকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে বিশ্বমানচিত্র থেকে মুছে ফেলার ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত হয়েছিল। তাদের এ অপচেষ্টা সফল হয়নি। জাতির পিতার স্বপ্ন পূরণে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিরলস পরিশ্রমে উন্নয়ন-অগ্রগতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: কোন অপশক্তি এর গতিরোধ করতে পারবে না।’
প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন এক মহীরুহ বিশ্বনেতা। বাঙালির সুখ, শান্তি, সমৃদ্ধি সর্বোপরি বাঙালিকে শৃংখলমুক্ত করতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। হায়নার দল তাকে সপরিবারে হত্যা করে বাঙালির হৃদয় থেকে চিরতরে মুছে ফেলার ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত হয়েছিল। তাদের সেই অপচেষ্টা সফল হয়নি। জাতির পিতার আদর্শিক চেতনা বাঙালির প্রতিটি শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছে।’
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হলের আবাসিক শিক্ষার্থী মাজহারুল ইসলাম, একরামুল হক রিয়াদ, মোঃ মেহেদী হাসান মিথুন, নয়ন চন্দ্র মোদক ও আল আমীন শান্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টর, হলের আবাসিক শিক্ষক ও হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।