বঙ্গবন্ধুর স্থিরচিত্র ভাঙচুর—এরশাদ-মোশাররফ-বাদশাসহ দুই মামলায় আসামি পাঁচ শতাধিক

চট্টগ্রাম বিএনপির তারুণ্যের সমাবেশে আসার পথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত ট্যাম্পার্ড, গ্লাস, ম্যুরাল ভাঙচুরের ঘটনায় দুই মামলায় মোট ৫৩৯ জনকে আসামি করা হয়েছে। কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ ৭৮ জনের না উল্লেখ করে ১২০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই মামলার বাদি কোতোয়ালী থানার এসআই ইমরানুস সাজ্জাদ।
চকবাজার থানায় নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ ৬০ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির চট্টগ্রাম খবরকে বলেন, বুধবার জামালখান মোড়ে ভাঙচুরের ঘটনায় ৭৮ জনের নাম উল্লেখ করে ১২০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, সেকশন ১৫ (৩) এবং পেনাল কোড ১৪৭/১৪৮/১৪৯/৪২৭/৫০৬ এবং ১৮৬০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ২১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন কে ঘটনার পর জামালখান মোড় এবং রাতে সাবেক ছাত্রদল নেতা জাসেদুরকে আটক করা হয়েছিল। বাকিদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, কলেজ রোডে নাশকতার ঘটনায় ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগের এক কর্মী। তার নাম সাফায়েত হোসেন রাজু। তিনি ছাত্রলীগ কর্মী পরিচয়ের পাশাপাশি সরকারি কমার্স কলেজে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী বলে এজাহারে উল্লেখ করেছেন।

তবে চকবাজার এবং কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলার এজাহারে একই ব্যক্তিকে আসামি করা হয়েছে। চকবাজার থানায় দায়ের হওয়া মামলায় এমদাদুল হক বাদশার পর রয়েছে মাহবুব সিদ্দিকীর নাম, মাহবুব সিদ্দিকী আবার কোতোয়ালী থানার মামলায় এক নম্বর আসামি। কোতোয়ালী থানার মামলায় দুই নম্বর আসামি এরফান, নুরুল ইসলাম মাসুমরা চকবাজার থানার মামলাও আসামি।

এদিকে বৃহস্পতিবার দুপুরে সিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন জানান, দুই মামলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২২ জনকে আটক করা হয়েছে। বাকিদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আটক করা হবে।

প্রসঙ্গত, বুধবার বিকেলে বিএনপির তরুণ্যে সমাবেশে চান্দগাঁও থেকে আসা মিছিলের নেতাকর্মীরা ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সম্বলিত ট্যাম্পার্ড, গ্লাস, ম্যুরাল ভাঙচুর করে। এই ঘটনায় চারিদিকে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পরপরই নগর ছাত্রলীগ এবং বৃহস্পতিবার সকাল থেকে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ বিক্ষোভ মিছিল প্রদর্শন করে।

মন্তব্য নেওয়া বন্ধ।