বঙ্গবন্ধু টানেলের ক্যাবল চুরি, উদ্ধার ভাঙারি দোকানে, গ্রেপ্তার ২

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজের ক্যাবল চুরি ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। গত শুক্রবার (২৫ নভেম্বর) কর্ণফুলী টানেল থেকে চুরির ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সান জিয়াক্সন রোববার বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে দক্ষিণ বন্দর এলাকার মো. শফির ছেলে মো. ইলিয়াছ (৩০) কে গ্রেপ্তার করে কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির একটি দল। ইলিয়াছের তথ্য অনুযায়ী রোববার (২৭ নভেম্বর) আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের পশ্চিমে পাঁচ সিকদার বাড়ি এলাকার ভাঙারি ব্যবসায়ী গফুরের দোকান থেকে চোরাইকৃত ৩১টি তামার তারের বান্ডেল উদ্ধার করা হয়।

এসময় গফুরকে আটক করে পুলিশ। আটককৃত আবদুর গফুর আনোয়ারা উপজেলার পারকি দুধকুমড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিরা ভাঙারি ব্যবসার আড়ালে সিন্ডিকেট করে বিভিন্ন চোরাই মালামালের জমজমাট ব্যবসা চালিয়ে আসছিল। গত ২৫ নভেম্বর কর্ণফুলী টানেল নির্মাণ কাজের ক্যবলসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হলে মো. ইলিয়াছকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ।

পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিতে চাতরীর ভাঙারি ব্যবসায়ী আবদুল গফুরকে আটকসহ চুরিকৃত মালামাল তার ভাঙারি দোকান থেকে উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, চাতরী চৌমুহনী বাজারের পশ্চিমে সিইউএফএল সড়কের একাংশ দখল করে গড়ে উঠেছে এ ভাঙারি দোকান। এখানে বিভিন্ন স্থান থেকে চোরের দলরা চুরি করে এনে কমমূল্যে বিক্রি করেন। এ ব্যবসাকে কেন্দ্র করে চোরাই মালের জমজমাট বাণিজ্য।

অভিযোগ আছে, এসব ভাঙারি ব্যবসায়ীর পালিত চোরেরা রাতের আঁধারে বিভিন্ন মালামাল চুরি করে এখানে নিয়ে আসে। এরআগে বিভিন্ন সময় গফুরের ভাঙারি দোকান থেকে চোরাই মালামাল উদ্ধার হলেও রহস্যজনক কারণে অধরা ছিলেন গফুর।

কর্ণফুলী থানা পুলিশের বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাঈদ রানা বলেন, টানেল কতৃপক্ষের ক্যাবলগুলো মাটির নিচ দিয়ে টোলবক্সে নিয়ে গেছে। টানেল সড়কের ম্যানহোলের ঢাকনা খুলে ক্যাবল কেটে চুরি করেছে বলে গ্রেপ্তারকৃতরা জানায়। এ ঘটনায় টানেল কর্তৃপক্ষ মামলা করেছেন।

ওসি দুলাল মাহমুদ বলেন, কর্ণফুলী টানেল নির্মাণ কাজের ক্যাবল চুরি ঘটনায় একটি মামলা করেছেন টানেল কর্তৃপক্ষ। পুলিশের অভিযান চালিয়ে জড়িত ২জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। চুরিকৃত মালামাল উদ্ধার করে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।