কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে। উদ্বোধনের এক সপ্তাহের মাথায় এনিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা ঘটলো।
শুক্রবার (৩ নভেম্বর) রাতে দুর্ঘটনাটি হয় বলে জানিয়েছেন টানেলের সহকারী ম্যানেজার (নিরাপত্তা) জাহাঙ্গীর আলম।
তিনি জানান, পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। টানেলের ভেতরে ডেকোরেটিভ বোর্ড ভেঙে গেছে।
এদিকে, এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গাড়ির পেছনের অংশ দুমড়েমুচড়ে গেছে এবং গাড়িটি টানেলের ওয়াকওয়েতে আছড়ে পড়েছে।
গত ২৮ অক্টোবর টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের তিন দিনের মাথায় টানেলের ভিতরে একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এছাড়া টানেল চালুর দিনই আনোয়ারা প্রান্তে টোল প্লাজার অদুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাডো আইল্যান্ডের ওপর উঠে যায়।
মন্তব্য নেওয়া বন্ধ।