বঙ্গবন্ধু টানেল সড়কের ওপর গাড়ি পার্কিংয়ের দায়ে জরিমানা

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আনোয়ারা অংশে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এসময় তিনটি গাড়ি জব্দও করেন তিনি।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারণে বিঘ্নিত হচ্ছে যাত্রীসহ সাধারণ পথচারীদের। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জরিমানা করে তিনটি গাড়ি জব্দ করা হয়।’

এই সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় গত ২৫ ডিসেম্বর ৮টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত ২৮ অক্টোবর এই টানেল উদ্বোধনের পর এ পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় একাধিক ব্যক্তি প্রাণ হারানোর ঘটনাও ঘটেছে টানালের সংযোগ সড়কে।

মন্তব্য নেওয়া বন্ধ।