বছর না যেতেই রাস্তায় ফাটল, তলিয়ে গেছে সড়ক

প্রবল বৃষ্টিতে সংস্কার কাজ শেষ হওয়ার কয়েক মাস পার না হতেই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রুদুরা এক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় দেবে গেছে সড়ক।

রোববার (৬ আগস্ট) সকালে সরেজমিনে উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রূদুরা বাংলাবাজার সড়কের মাঝখানে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও একই ইউনিয়নের কেঁয়াগড় সংযোগ সড়কও প্রবল বৃষ্টি আর জোয়ারের পানিতে ভেঙে তলিয়ে গেছে।

স্থানীয়রা জানান, রাস্তার কাজ করার সময় ঠিকাদার ঠিকমতো পাথর আর ভিটামিন দেননি। কয়েক মাস হচ্ছে সড়কটি সংস্কার করা হয়েছে। এখন বৃষ্টিতে সেখানে ভেঙে যাচ্ছে এবং ফাটল ধরেছে। দেবে গেছে সড়কের দু’পাশ। অনেক স্থানে পিচ উঠে ইট-পাথর বেরিয়ে পড়েছে। যে কোনো সময় সড়কটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও প্রবল জোয়ারের পানিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে চাতরী ইউনিয়নের কেঁয়াগড় সংযোগ সড়ক ও ডুমুরিয়া রূদুরা বাংলাবাজার সড়ক।

জানতে চাইলে আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সড়কের বিভিন্নস্থানে দেবে গেছে এবং ফাটল ধরেছে। যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।