বনের পূর্বের পরিবেশ ফেরাতে সিডবল ছিটালো পাহাড়ি নারীরা

বান্দরবা‌নের বি‌ভিন্ন এলাকায় ধ্বংস হ‌য়ে যাওয়া বন ও প‌রি‌বেশ পূর্বাবস্থায় ফি‌রি‌য়ে আন‌তে গামারি ও শিলকড়ই গা‌ছের সিডবল ছিটালো পাহাড়ে বসবাসকারী নারীরা।

মঙ্গলবার (২১ জুন) সকালে উদ্দীপ‌নের নিজস্ব অর্থায়‌নে ৫ হাজার সিডবল ছিটি‌য়ে এ কার্যক্রমের উদ্বোধন ক‌রেন উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল হালিম।

তি‌নি ব‌লেন, বান্দরবান জেলায় ৫০ লক্ষা‌ধিক সিডবল ছিটা‌নো হ‌বে। আজ প্রথম দিন সদ‌রের তংপ্রু পাড়া ও রোয়াংছ‌ড়ির তারাছা‌তে ৫ হাজার সিডবল ছিটা‌নো হ‌য়ে‌ছে। প্রতি বছর বর্ষা মৌসু‌মে এ কার্যক্রম চালা‌নো হ‌বে। এটি বান্দরবা‌নের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দূর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা কর‌বে। এছাড়াও পাহা‌ড়ের ধংস হ‌য়ে যাওয়া বন পূর্বের অবস্থায় ফি‌রি‌য়ে আন‌বে ব‌লেও জানান তি‌নি।

এসময় বান্দরবান উদ্দীপনের শাখা ব‍্যবস্থাপক মো. আনিস, ফিল্ড অ‌ফিসার হৃদয় দাশ, মং প্রু চিংসহ স্থানীয় জনপ্রতি‌নি‌ধি ও উপকারভোগীরা উপ‌স্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।