বন্দরে সুতা ঘোষণায় এলো বিদেশি সিগারেটের চালান

চট্টগ্রাম বন্দরে তুলার সুতা আমদানির ঘোষণা দিয়ে আনা হয়েছে এক কন্টেইনার বিদেশি সিগারেট। গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনারটির কায়িক পরীক্ষা শেষে সিগারেট জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বন্দরের এনসিটি ইয়ার্ডে থাকা কন্টেইনারের কায়িক পরীক্ষা শেষে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা এসব সিগারেটের জব্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সালাউদ্দিন রিজভী বলেন, ‘পাবনার ঈশ্বরদীর আমদানিকারক প্রতিষ্ঠান টিয়ানি আউটডোর চায়না থেকে এক কন্টেইনার তুলার সুতা আনে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনারটি কায়িক পরীক্ষার পর সিগারেট ধরা পড়ে।

কন্টেইনারে ভেতর ৮৭৭ কার্টন বিদেশি সেগারেট পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে ১৮ লাখ ৮০ হাজার ওরিস গোল্ড, ১০ লাখ ইজি গোল্ড, ২ লাখ ৫০ হাজার ডানহিল, ২ লাখ ৪০ হাজার ডানহিল সুইস, ১ লাখ ওরিস ডাবল আপেল, ১ লাখ ওরিস স্ট্রবেরি, ২ লাখ ৬০ হাজার বেনসন ও ৬০ হাজার শলাকা মন্ড ব্রান্ডের সিগারেট।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সালাউদ্দিন রিজভী।

মন্তব্য নেওয়া বন্ধ।