চট্টগ্রামের রাঙ্গুনিয়া সীমান্তবর্তী কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পোয়া পাড়া এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ইছামতী নদীতে গোসল করতে নেমে বিজয় বড়ুয়া (১৪) নিজের প্রাণ দিয়ে বন্ধুর জীবন রক্ষা করেছেন।
স্থানীয়রা জানায়, দুই বন্ধু একসাথে নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে একজন সাঁতার জানলেও অপরজন জানত না। হঠাৎ সাঁতার না জানা বন্ধু পানিতে ডুবে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন বিজয়। বন্ধুকে বাঁচাতে সক্ষম হলেও তিনি নিজে আর উঠতে পারেননি।
নিহত বিজয় বড়ুয়া স্থানীয় সুজন বড়ুয়ার ছেলে। তার অকাল মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।



মন্তব্য নেওয়া বন্ধ।