দেশের আলোচিত শিল্প প্রতিষ্ঠান এস. আলম গ্রুপের চট্টগ্রামের কর্ণফুলীতে ৫টি ও বাঁশখালীতে ১টিসহ ৬টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কারখানার প্রধান মানব সম্পদ ও প্রশাসন মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষরিত নোটিশে অনিবার্যকারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।
নোটিশে নিরাপত্তা বিভাগ, ডেলিভারী সেকশন ও জরুরী বিভাগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক খোলা থাকবে বলেও জানায়।
অনিবার্যকারণে একসাথে সকল কারখানা বন্ধের ঘোষণায় কয়েক হাজার শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয় কারখানায়। দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্ণফুলীর শিকলবাহা এলকার কালারপোল এলাকার এস. আলম কোল্ড রোল্ড স্ট্রীলস্ লিমিটেড ও এস. আলম পাওয়ার জেনারেশন লিমিডেট কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি করেন।
বন্ধ ঘোষিত কারখানাগুলো হল—কর্ণফুলীর শিকলবাহা এলকার কালারপোল এলাকার এস. আলম কোল্ড রোল্ড স্ট্রীলস্ লিমিডেট, এস. আলম পাওয়ার জেনারেশন লিমিডেট, মইজ্জ্যেরটেক এলাকার ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাষ্ট্রিজ লিমিডেট, চরপাথরঘাটার ইছানগর এলাকার এস. আলম রিফাইন্ড সুগার ইন্ডাষ্ট্রিজ লিমিডেট ও বাঁশখালী গন্ডামারা এলাকার এস. আলাম কোয়াল পাওয়ার প্ল্যান্ট লিমিডেট।
এসব কারখানায় পাঁচ হাজারেরও অধিক শ্রমিক রয়েছে বলে জানিয়েছে শ্রমিকরা। বিক্ষোভে শ্রমিকরা তাদের বেতনসহ সকল পাওনাদি পরিশোধ করে দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানান। বিক্ষোবে বক্তব্য রাখেন, কারখানার প্রোডাকশন ম্যানেজার মো. নাজিম উদ্দিন, সহকারী প্রোডাকশন ম্যানেজার মোহাম্মদ শহিদুল্লাহ্, অপারেটর অশোখ বড়–য়া, ইমতিয়াজ উদ্দিন ইমন প্রমুখ।
জানা গেছে, দেশের পরিস্থিতি ও মালিকপক্ষের নানা সমস্যার কারণে ৫ আগষ্টের পর থেকে দেশের বৃহত্তম শিল্পগ্রুপ এস. আলমের বিভিন্ন কারখানার শ্রমিকদের মাঝে অস্থিরতার সৃষ্টি হয়। ৬টি কারখানায় নিয়োগপ্রাপ্ত এবং ক্যাজুয়াল প্রায় ১০ হাজার শ্রমিক, কর্মচারী রয়েছে। হঠাৎ করে কারখানায় বন্ধে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন সবাই।
এস. আলম কোল্ড রোল্ড স্ট্রীলস্ কারখানার অপারেটর ইমতিয়াজ উদ্দিন ইমন বলেন, উৎপাদনের জন্য কারখানায় কাঁচামালও রয়েছে। উৎপাদন ডেলিভারীও চলতেছে। তাহলে হঠাৎ করে কেন বন্ধের ঘোষনা? বেতন দিবে বলতেছে কর্তৃপক্ষ, কয়েকমাস দিবে তারপর তো আর দিবে না, তখন আমরা কোথায় যাব? পরিবার নিয়ে পথে নামা ছাড়া আর কোন পথ দেখছি না।
কারখানাটির প্রোডাকশন ম্যানেজার মো. নাজিম উদ্দিন বলেন, পূর্বের কোন ঘোষণা ছাড়ায় অনিবার্যকারণ দেখিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে। আমরা শ্রমিকরা নানা সমস্যায় রয়েছি, আমাদের জানাল সাধারণ ছুটি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কি কারণে সাধারণ ছুটি ঘোষণা করল কর্তৃপক্ষ।
বন্ধের বিষয়ে এস. আলম রিফাইন্ড সুগার ইন্ডাষ্ট্রিজ লিমিডেটের ডিজিএম ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম জানান, আমরা নোটিশ পেয়েছি, বন্ধের বিষয়টি কোম্পানীর সিদ্ধান্ত। সেখানে আমার কিছু করার নেই।
মন্তব্য নেওয়া বন্ধ।