যেকোন দুর্যোগে দেশের মানুষের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। বন্যা, করোনা বা আকস্মিক অন্যান্য দুর্যোগে এ কমিটি তাদের মানবিক তৎপরতার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। এতে করে উপকৃত হচ্ছেন ক্ষতিগ্রস্তরা।
সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে যাওয়া চট্টগ্রামের সাতকানিয়া, পেকুয়া, চন্দনাইশ, বাঁশখালীসহ বিভিন্ন অঞ্চলে পাহাড়ি ঢল, বৃষ্টি আর জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষদের ত্রাণ বিতরণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের নির্দেশে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তারা বিভিন্ন অঞ্চলে ছুটে গেছেন বলে জানিয়েছেন গাউছিয়া কমিটি কর্ণফুলী স্বেচ্ছাসেবক টিম ও মানবিক টিমের সমন্বয়ক মো. ইমতিয়াজ উদ্দিন।
ভয়াবহ বন্যায়ও গাউসিয়া কমিটি তাদের মানবিক সহায়তা কার্যক্রম নজর কেড়েছে সব মহলের। তারা ইতিপূর্বে ৩ হাজার বন্যার্তকে সহায়তা দিয়েছেন। যতদিন প্রয়োজন সামর্থ্য অনুযায়ী এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
জানা গেছে, গাউসিয়া কমিটি বন্যাদুর্গত প্রত্যন্ত এলাকায় রান্না করা খাবার, শুকনা খাবার, চাল, ডাল, তেল, চিড়া, বিস্কুটসহ নানা ধরনের খাবার, ওষুধ, বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, নতুন-পুরাতন কাপড়সহ নানা প্রয়োয়োজনীয় সরঞ্জাম বিতরণ করেছে।
গাউছিয়া কমিটি কর্ণফুলী স্বেচ্ছাসেবক টিম ও মানবিক টিমের সমন্বয়ক মো. ইমতিয়াজ উদ্দিন জানান, বন্যাদুর্গত অঞ্চলের মানুষের জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় অসহায় বন্যাদুর্গত মানুষের ঘরে-ঘরে গিয়ে গাউছিয়া কমিটির ভালোবাসার উপহার তুলে দিয়েছি আমরা।
এদিকে রোববার (১৩ আগস্ট) দুপুরে বান্দরবান জেলায় ত্রাণ বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ মাস্টার।
সংগঠনের কর্ণফুলীর সদস্য সচিব মুহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর জেলার সভাপতি শাহাদাত হোসেন আল কাদেরী, গাউসিয়া কমিটি চন্দনাইশ মানবিক টিম লিডার শাহনেওয়াজ চৌধুরী শুভ, পেকুয়া উপজেলা রাজাখালী ইউনিয়নের সভাপতি মুহাম্মদ ফোরকান উদ্দিন কাদেরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলম, শাহাদাত হোসেন বাদশা, আসহাব উদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম কর্ণফুলীর সদস্য মুহাম্মদ হাসান মুরাদ, মুহাম্মদ আরমান হোসেন, লোকমান হোসেন রানা, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ আরাফাত রহমান, জোবায়েদ হোসেন রনি,শহীদুল ইসলাম, জাওয়াদ হোসেন তানজিম, মুহাম্মদ জাবেদ হোসেন, মুহাম্মদ আরফাত, লুৎফুর রহমানস জেলা, উপজেলা সংগঠনের নেতৃবৃন্দরা।
মন্তব্য নেওয়া বন্ধ।