বন্যা উপদ্রুত এলাকায় ক্রেতা-ভোক্তাদের পকেট কাটার উৎসব বন্ধ করুন: ক্যাব চট্টগ্রাম

দেশের প্রায় ১১টি জেলায় বন্যার ভয়াবহ পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও সেবায় জনগনের পকেট কাটার উৎসব বন্ধের আহবান জানিয়েছেন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষনকারী জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি।

সেমাবার (২০ জুন) বন্যাউপদ্রুত এলাকায় খাদ্য ও নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের খবরে উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনসহ কমিটির অন্যান্য সদস্যরা এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃব্দৃ বলেন, সিলেট, সুনামগঞ্জসহ উত্তরবঙ্গের দেশের প্রায় ১১টি জেলায় বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে অসহায় অবস্থায় মানবেতর জীবন যাপনে বাধ্য হয়ে মানবিক বিপর্যয়ের সম্মুখীন। এ অবস্থায় বন্যা উপদ্রুত এলাকায় ৫০ টাকার নৌকার ভাড়া ৫০ হাজারে, ১০ টাকার মোমবাতি ১০ টাকায়, ৫০ টাকার পাউরুটি ৫০০ টাকায় হাঁকা হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, একশ্রেণীর অসাধু গুটিকয়েক ব্যবসায়ী মানুষের সংকটককে পুঁজি করে জনগনের পকেট কেটে কোটিপতি হবার বাসনায় উন্মাদ হয়ে যান। তখন মানবতা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সেকারনে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম এর তথ্য মতে বিশ্বে করোনা মহামারীকালে ধনী ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

তাই সাধারণ ভোক্তাদেরকে সংকটকালীন সময়ে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করে সংকটাপন্ন ও বন্যাদুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের পরিবর্তে ব্যবসায়ীক নীতি ও নৈতিকতা মেনে লাভ করে দেশের ব্যবসায়ী সমাজ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, করপোরেট হাউসসহ দেশের বিত্তবানদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানান ক্যাবের সদস্যরা।

মন্তব্য নেওয়া বন্ধ।