বন্য শূকরের আক্রমণে ৩ কৃষক আহত

রাঙামাটির লংগদুতে ফসলি জমিতে কাজ করার সময় বন্য শূকরের আক্রমণে ৩ কৃষক আহত হয়েছে। সোমবার (১৫ মে) দুপুরে উপজেলার ৫ নম্বর ভাসান্যদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কৃষকরা হলেন—মো. শওকত আকবর (৪৩), মো. মহিন (১৫) এবং মো. জিয়াউল হক (৪৫)।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে পাহাড় থেকে লোকালয়ে চলে আসে বড় একটি বন্য শূকর। শিকারীরা বনে শিকারের জন্য তাড়া করায় দৌঁড়ে লোকালয়ে এসে যাকে পেয়েছে তাকেই আক্রমণ করেছে।

আহত শওকত আকবর ও মহিনকে চিকিৎসার জন্য লংগদু ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মহিনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। অন্যদিকে কৃষক জিয়াউল হক লংগদু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।