‘বয়েজ অফ ৯৬’র ইফতার সম্পন্ন

নাসিরাবাদ সরকারী বালক বিদ্যালয়ের এস.এস.সি ৯৬ পাস করা শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) নগরীর একটি রেস্টুরেন্টে প্রতিবছরের মতো এবারও বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণে সম্পন্ন হয়।

বয়েজ ৯৬ বন্ধু গ্রুপটি ২০১৬ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে সকলে মিলে অসুস্থ ব্যাচমেটকে আর্থিক সহযোগিতা, এতিম শিশুদের খাবার প্রদান, শীতকালীন বস্ত্র বিতরণ, অস্বচ্ছল পরিবারের সদস্যদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান, শিশুদের ঈদ সামগ্রী উপহার বিতরণ করে থাকে।

এছাড়াও বিশুদ্ধ পানির ফিল্টার প্রতিস্থাপনসহ নানা সামাজিক কর্মকান্ডে নিয়োজিত রেখেছে এবং ভবিষ্যতে আরো ভালো কাজে নিয়োজিত রাখবেন বলে জানান ‘বয়েজ অফ ৯৬’র আহবায়ক মোঃ মোবারক উল্লাহ মাসুম।

ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মনির টিটু। বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে কাজ করার এই ইফতার মাহফিলের আয়োজন বলে জানান পরিচালানা কমিটির সদস্য মো:মাঈনুল জিলানি ও শরীফ আহমেদ খান।

মন্তব্য নেওয়া বন্ধ।