বস্তাবন্দি হাত-পাগুলো ছিল বাঁশখালীর হাসানের, দেহের অন্য অংশ উদ্ধার করলো পিবিআই

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাটের রাস্তার পাশে উদ্ধার হওয়া বস্তাবন্দি হাত-পাগুলো ছিল মো. হাসানের। হাসান বাঁশখালীর কাথারিয়ার সাহেব মিয়ার ছেলে।
এনআইডি কার্ড অনুযায়ী তার জন্ম তারিখ ১৩ মার্চ ১৯৬১।

শনিবার (২৩ সেপ্টেম্বর) পিবিআই চট্টগ্রাম মেট্রোর একটি টিম ঘটনাস্থল থেকে তার দেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করেন পিবিআই চট্টগ্রাম মেট্রোতে কর্মরত পুলিশ পরিদর্শক ইলিয়াস খান। তিনি বলেন, সকালে আমাদের টিম হত্যাকাণ্ডের শিকার হাসানের দেহের অন্যান্য অংশ উদ্ধার করেছে। এ বিষয়ে কাজ চলছে। বিস্তারিত আমরা পরে জানাবো।

এর আগে গত বৃহস্পতিবার তার বস্তাবন্দি হাত-পা উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। পতেঙ্গা থানা পুলিশ ফিঙ্গার প্রিন্ট নিয়ে এনআইডি ডাটার জন্য পাঠিয়েছিল।

খুনিরা হাসানের বস্তাবন্দি লাশ নিয়ে একটি ঘর থেকে বের হওয়ার দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। যা ইতোমধ্যে পিবিআই উদ্ধার করেছে। শিগগিরই খুনিদের গ্রেপ্তার করতে পারবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

মন্তব্য নেওয়া বন্ধ।