বাঁশখালীর শিক্ষামূলক সংগঠন উত্তর কদম রসুল ছাত্র সংসদ কর্তৃক ৭ম মেধাবৃত্তি-২০২৩ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ডিসেম্বর) সকাল ১০টায় পশ্চিম বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের মধ্য কদমরসুল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবারের ন্যায় এবারও ৩য় থেকে ৮ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০১১সালে পশ্চিম বাঁশখালীতে ছাত্রছাত্রীদের সৃজনশীল মেধা বিকাশ এবং জ্ঞান চর্চায় প্রতিযোগিতা তৈরি করে শিক্ষার মানউন্নয়ন বৃদ্ধির লক্ষে ‘উকরছাস’ নামের একটি শিক্ষামূলক সংগঠন যাত্রা শুরু করে।
গ্রামীণ জনপদে শিক্ষার মান উন্নয়ন এবং মেধা বিকাশের প্রতিযোগিতায় মেধাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধি করে এবং শিক্ষা সচেতনতায় কাজ করছে উত্তর কদম রসুল ছাত্র সংসদ।
মন্তব্য নেওয়া বন্ধ।