বাঁশখালীতে ছাড়পত্রহীন ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা। তার উপর ইটতৈরিতে ভাটাটি ব্যবহার করে আসছিলো ফসলি জমির মাটি। বনের গাছ কেটে সে কাঠ পুড়িয়ে তৈরি হতো ইট। এমন অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে এমভিএম ব্রিকস নামের এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এমভিএম ব্রিকসটি কৃষি জমির মাটি ব্যবহার করে ইট বানাচ্ছিল। পাশাপাশি ইট পোড়াতে কাঠ ব্যবহার করে ইটভাটাটি। এছাড়া তাদের পরিবেশ অধিদফতরের কোনো ছাড়পত্রও ছিল না।

জরিমানার পাশাপাশি এসময় ইটভাটা থেকে একটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।