বাঁশখালীতে ভয়াবহ আগুন, পুড়লো ৫ দোকানের অর্ধকোটির মালামাল

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি দোকান। এতে দোকানে থাকা মালামাল ও গ্যারেজের ১২টি অটোরিকশা-টমটম ক্ষতিগ্রস্ত হয়। আগুনে অন্তত ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ২টার সময় উপজেলার শীলকূপ ইউনিয়নের জালিয়াখালী নতুন বাজারে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, ‌‌অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের দুটি পৃথক ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্তদের তথ্যমতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ লক্ষাধিক টাকা।

মনকিচর জালীয়াখালী নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা বলেন, যাদের দোকান পুড়ছে এখানের সবাই অসহায়। ঋণের টাকায় অটোরিকশা-টমটম কিনে যারা সংসার চলাত, তাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসতে প্রশাসন ও বিত্তবানদের আহ্বান জানান তারা।

মন্তব্য নেওয়া বন্ধ।