ঢাকায় সফরের একমাত্র টেস্ট ম্যাচটি খেলার পর ঈদুর আযহার বিরতি শেষে ১ জুলাই আফগান দল এবং টাইগাররা চট্টগ্রাম অবস্থান নিয়েছেন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে।
সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বিক্রি শুরু হয়েছে ওয়ান ডে সিরিজের টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাগরিকা (বিটাক মোড়ে) টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করা যাবে। যদি আসন ফাঁকা থাকে তাহলে টিকিট পাওয়া যাবে ম্যাচের দিনও।
বাংলাদেশ-আফগান ওয়ানডে ম্যাচ সিরিজের টিকিটের তথ্যও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, সর্বোচ্চ দেড় হাজার টাকা।
ওয়েস্টার্ন স্ট্যান্ডের (পশ্চিমদিকের গ্যালারি) জন্য ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ডের (পূর্বদিকের গ্যালারি) টিকেট মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা করে। ক্লাব হাউজে ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য এক হাজার টাকা এবং রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য দেড় হাজার টাকা।
চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের আগামী ৫, ৮ ও ১১ জুলাই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই দিবা-রাত্রির। ১২ জুলাই দুই দল সিলেট যাবে। সিলেটে দুটি টি-টুয়েন্টি ম্যাচ শেষে আগামী ১৭ জুলাই আফগান টিম দেশে ফিরবে।
মন্তব্য নেওয়া বন্ধ।