বাংলাদেশ বয়লার পরিচারক পরিষদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ বয়লার পরিচারক পরিষদের কৃতি পরিচারক ও জেলা কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পর্যায়ে বয়লারে কর্মরতদের সংবর্ধিত করা হয়। এছাড়া বিভিন্ন সময় নিহত বয়লার পরিচারকদের জন্য দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ঢাকার তেজগাঁও সিটি ক্যাফে হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে কৃতি পরিচারক, সেরা সংগঠক, উদীয়মান এবং পদোন্নতি প্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট এবং কুইজ-র‍্যাফেল ড্র’তে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান মো. নাজমুল হান্নান অনুষ্ঠানটি উদ্ধোধন করেন। বাংলাদেশ বয়লার পরিচারক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সবুজ হোসাইন সাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউছুপ মির্জা এলিনের সঞ্চলনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার একরামুল হক সেলিম, আমন্ত্রিত অতিথি অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা এতে বক্তব্য রাখেন।

বাংলাদেশ বয়লার পরিচারক পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি মো. হেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক এনামুল হক, সহ-অর্থ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান, সহ দপ্তর সম্পাদক মো. আরিফ, প্রচার সম্পাদক এম এ এইচ মিঠু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, ত্রাণ সম্পাদক নজরুল ইসলাম রাসেল, ধর্ম সম্পাদক আসাদুজ্জামান, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন বাবলু এবং কর্ম পরিবেশ সম্পাদক জয়নাল আবেদীনসহ জেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

মন্তব্য নেওয়া বন্ধ।