গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন ফুলকলি এলাকা থেকে ২ হাজার ৫২০ পিচ ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি গাড়িও আটক করা হয়।
রোববার (১৬ জুলাই) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশের জাহাঙ্গীর মিস্ত্রীর গ্যারেজের সামনে রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. লিয়াকত আলী বাপ্পারাজ প্রকাশ বাপ্পী (২৭) এবং মো. সলিম উল্ল্যাহ প্রকাশ সেলিম (৪৮)।
মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলী হোসেন বলেন,
তারা বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির জন্য ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে এনেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।