বাকলিয়ায় আগুনে পুড়ে ছাই ৭০ ঘর

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখান এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭০ বসতঘর।

শনিবার (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহম্মদ। তিনি বলেন, রাত ২টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিটের সোয়া ১ ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, আগুনে চারটি লেনে থাকা ৭০টি ঘর পুড়ে গেছে। সবগুলো কাঁচা ঘর ছিল। পাশে খোলা জায়গায় কিছু ঝুটের মালামাল রাখা ছিল। সেগুলোও আগুনে পুড়েছে।

আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি ও এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এমএফ/এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।