চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার খাজা হোটেলের সামনে ব্যাটারি রিকশার নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ওমর ফারক (৭)।
স্থানীয়রা জানায় দিন দিন এলাকায় বেপরোয়া হয়ে উঠছে ব্যাটারি রিকশা। এগুলোর কারণে প্রতিদিন কোন না কোন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বন্ধ রয়েছে সকল ব্যাটারিচালিত রিকশা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বলেন, নিহত শিশুর পিতা মাতার ভাষ্য হলো- শিশুটি বাসা থেকে বের হয়ে সড়কে গেলে মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় রিক্সার সাথে আঘাত লাগে। এরপর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ব বাকলিয়া থানাজুড়ে অবৈধ ব্যাটারিচালিত রিকশা দৌরাত্ম সম্পর্কে জানতে চাইলে ওসি রাশেদ বলেন, আমরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে এসব রিক্সা ডাম্পিং করি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য নেওয়া বন্ধ।