রাঙামাটির বাঘাইছড়িতে জমজমাট হয়ে উঠেছে পাহাড়ি পশুর বিশাল কোরবানির হাট। উপজেলার প্রবেশ পথেই প্রায় দুই একর জায়গা জুড়ে এই হাট স্থাপন করেছে বাঘাইছড়ি পৌরসভা। উপজেলার সীমান্তবর্তী সাজেক, দোসর, নিউলংকরসহ দূর দূরান্ত থেকে ৭-৮ দিন হেঁটে এসব পশু আনা হচ্ছে এই হাটে। কোন ধরনের মোটাতাজাকরণ ওষুধ ছাড়াই পাহাড়ি বনে বেড়ে উঠেছে এসব পশু। আর তাই সহজেই ক্রেতাদের নজর কাড়ছে।
জানা গেছে, বাজারে রয়েছে বাহামাসহ নানা প্রজাতির বিশাল দেহের বিদেশি গরুও। মাঝারি সাইজের এক একটি গরু বিক্রি হচ্ছে ৬০-৮০ হাজার এবং বড় সাইজের গরু বিক্রি হচ্ছে ১ লাখ থেকে ১ লাখ ৫০ হাজার টাকায়। এছাড়া বিদেশি গরুর দাম ৩-৪ লাখ টাকা হাকা হলেও ক্রেতাদের আগ্রহ কম।
বিভিন্ন সাইজের গরুর পাশাপাশি এই হাটে রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগলও। একেকটি বড় আকারের খাসি বিক্রি হচ্ছে ২০- ৩০ হাজার টাকায়। চট্টগ্রামের বিভিন্ন ব্যাবসায়ীরাও বাজারে আসছে। ভালো দাম পাওয়ায় স্থানীয় গবাদিপশু মালিকরাও খুশি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকায় স্বাস্থ্যবিধি মেনেই পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে বাঘাইছড়ি উপজেলার বৃহৎ এই পশুর হাটের কার্য়ক্রম চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার।
বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, প্রতি বছর কোরবানির মৌসুমে এখানে প্রায় ৫-৬ কোটি টাকার পশু কেনা বেচা হয়। বাজারের সুন্দর পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় হাটের পরিবেশ চমৎকার।
মন্তব্য নেওয়া বন্ধ।