রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় একটি মালবাহী ডাম্প ট্রাক ও মোটর-সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেকজন আহত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় ১৪ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সাজেক থানা পুলিশ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল হক জানান, ‘বিকেল সাড়ে ৫টার দিকে ১৪ কিলো এলাকায় একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত ও আরেক আহত হয়েছেন।
মোটর-সাইকেলটি ডাম্পার ট্রাকের নিচে ঢুকে পড়ে এবং চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী নিহত হন। তবে আরেকজন আহত হয়েছে।’
নিহত ও আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেননি সাজেক থানার ওসি।
এদিকে, একই দিন বিকাল ৪টার দিকে একই সড়কের একুইজ্জ্যাছড়ি এলাকায় একটি পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) উল্টে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া পাওয়া গেছে। জানা গেছে, তারা সাজেক পর্যটনকেন্দ্র থেকে খাগড়াছড়ির দিকে ফিরছিলেন।
সাজেক থানার ওসি বলেন, ‘বিকালে পৃথক ঘটনায় একটি জিপ উল্টো বেশ কয়েকজন আহতের খবর পেয়েছি। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জেনেছি। দুইটি ঘটনাস্থল প্রায় কাছাকাছি।’
মন্তব্য নেওয়া বন্ধ।