রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা লঞ্চ ঘাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে ঘাটের একটি প্ল্যাটফর্মে আগুন লাগলে দগ্ধ হন স্থানীয় এক বাঁশ ব্যবসায়ী।
দগ্ধ ব্যক্তির নাম দুলা মিয়া (৫৫)। তিনি এলাকায় ‘বাইজ্জা বুইজ্জা’ নামে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে ঘাটে একটি ছোট ঘরে বসবাস করতেন এবং সেখান থেকেই ব্যবসা পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দুলা মিয়া গ্যাস চুলায় রান্না বসিয়ে বাইরে এক ক্রেতাকে বাঁশ দেখাতে যান। ফিরে এসে দেখেন তার ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে তিনি নিজেই দগ্ধ হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, তার হাত ও পিঠের কিছু অংশ পুড়ে গেছে। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
স্থানীয়দের অভিযোগ, ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটে চলেছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য নেওয়া বন্ধ।