জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা উক্ত মেলা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক সরকার রাজন, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার ২টি কলেজ ১০টি স্কুল ও ১টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।