বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল পা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. ছুরুত আলম (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা আড়াইটায় দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারকুল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছুরুত আলম (৪০) উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেরারকুল সীমান্ত এলাকার বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে মাইন বিস্ফোরণে শব্দ শুনা যায়। পরে শব্দ অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছালে ছুরুত আলমকে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের ঘটনায় ছুরুত আলমের বাম পায়ের গোড়ালি উড়ে গেছে বলে জানান স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন , মাইন বিস্ফোরণে সুরুত আলম নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।