বান্দরবানে অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ ৩ জনকে অপহরণ

বান্দরবানের রুমায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য এবং ২ নির্মাণ শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহষ্পতিবার (১৬মার্চ) বিকালে রুমার কেওক্রাডং সড়কে কাজ করার সময় তাদেরকে অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেন (৫৪), ট্রাক চালক মো. মামুন (২৯) ও শ্রমিক আব্দুর রহমান (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর নির্মাণাধীন রুমা উপজেলা -বগালেক-কেওক্রাডং সড়ক নির্মাণে কাজ করছিল সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেনসহ ২ শ্রমিক। কাজ চলাকালীন সময় বৃহষ্পতিবার (১৬ মার্চ) বিকালে হঠাৎ করে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এসে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে রুমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, অপহরণ হওয়ার খবর শুনেছি। তবে অপহৃত পরিবারের পক্ষ থেকে কেউ এখনো অভিযোগ করেনি। কে বা কারা তাদেরকে অপহরণ করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি

মন্তব্য নেওয়া বন্ধ।